ই-লানিং প্লাটফর্ম

টয়লেট পরিস্কার



এই পাঠে টয়লেট পরিস্কার এবং বাথরুমের কিছু অংশ পরিস্কার সম্পর্কে আলোচনা করা হয়েছে । এই পর্বে ট্রেইনিরা   পরিস্কার পদ্ধতি, পরিস্কার সামগ্রীর সঠিক ব্যবহার, যন্ত্রপাতি সরঞ্জামাদি ও জীবাণুনাশক সম্পর্কে ধারণা পাবে। প্রশিক্ষণার্থীরা টয়লেট পরিস্কার যন্ত্রপাতি ও উপকরণের ব্যবহার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে ধারণা এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে। তাই পাঠে  নিম্নোক্ত বিষয় অন্তর্ভূক্ত আছে।

  • বাথটাব পরিস্কার-পরিচ্ছন্ন করা
  • কমোড পরিস্কার-পরিচ্ছন্ন করা
  • বেসিন পরিস্কার-পরিচ্ছন্ন করা
  • মেঝে এবং দেয়ালে ঘষে মেজে পরিস্কার-পরিচ্ছন্ন করা
  • কমোডের ফ্ল্যাশ ট্যাঙ্ক ব্যবহার জানা
  • কমোডের পথ নিষ্কাশন করা (যদি প্রয়োজন হয়)
  • বাথরুমের প্রাত্যহিক ব্যবহার্য জিনিসপত্র সঠিক স্থানে সাজিয়ে রাখা
  • ঝর্ণাধারা পরিস্কার-পরিচ্ছন্ন করা।

পরিস্কার করার সময় বিশেষ মনোযোগঃ
ঝর্ণাধারার ছিদ্র পরিস্কার করা। আপনি প্রতিদিন আপনার বেসিনের এবং ঝর্ণাধারার ছিদ্রসমূহ কাপড় দিয়ে পরিস্কার করতে পারেন। এককাপ ভিনেগার ও এককাপ বিচিং পাউডার নিতে হবে। সাদা তোয়ালে পরিমাণমতো কাপড় কাচা সাবান দিয়ে এর সাথে কিছু কাপড় নরমকারী তরল পদার্থ ব্যবহার করতে হবে।

  • ঝর্ণার নল পরিস্কার করাঃ এটি বাথরুমের সৌন্দর্য এবং আকর্ষণ বাড়ায়। বিশেষ করে চকচকে ও পরিস্কার হয়। কাঁচসমূহ যাতে চকচক করে সেজন্য বিশেষভাবে পরিস্কার করা হয়।

পুরুষ এবং মহিলা টয়লেট পরিস্কার করার প্রক্রিয়া এবং দরকারি যন্ত্রপাতি/সরঞ্জামাদিঃ

  • ঝুড়ি, বাথরুম পরিস্কার করার ব্রাশ
  • তরল সাবান, সেভলন, ডাস্টার (অতিরিক্ত ডাস্টার)

 

১. জানালার পর্দা সরিয়ে নিতে হবে, জানালা খুলে দিতে হবে
২. মাকড়সার জাল পরিস্কার করা
৩. ময়লার ঝুড়ি ও সিগারেটের অ্যাস্ট্রে পরিস্কার করা
৪. টয়লেটের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র স্থান পর্যায়ক্রমে পরিস্কার করতে হবে। যেমন-

  • কমোড/প্যান
  • আশে পাশের স্থান
  • দরজা
  • মেঝে
  • টয়লেট পেপার পড়ে থাকলে তা পরিস্কার করতে হবে।

৫. হাত ধোয়ার বেসিন, আয়না ও আশেপাশের স্থান পরিস্কার করতে হবে এবং সাবান আছে কিনা পরীক্ষা করতে হবে
৬. তোয়ালে পরিস্কার করতে হবে এবং প্রয়োজনে পরিবর্তন করতে হবে।
৭. চিত্রকর্মে শুকনো ধুলা, আসবাবপত্রের ধুলা, পরিস্কারক যন্ত্রের সাহায্যে কাঁচ ও মেঝে খুব দ্রুত পরিস্কার করা দরকার
৮. রক্ষণাবেক্ষণ যন্ত্রপাতি পরিস্কার করা
৯. প্রত্যেকদিন সন্ধ্যায় উচিত হবে টয়লেট/প্রসাধন কক্ষ তদারকি করা
১০. পরিস্কারক সামগ্রীঃ

 

  • ময়লা দূর করতে যা ব্যবহার করা হয় তাই পরিস্কারক সামগ্রী।

        পরিস্কারক সামগ্রীর ব্যবহারঃ

  • মিতব্যয়িতার সাথে ব্যবহার করতে হবে
  • মোড়ক পড়তে হবে, পণ্যকে চিনতে/বুঝতে হবে এবং নিয়মাবলি দেখাতে হবে
  • পণ্যকে মিশ্রণ করা যাবে না।
  • যদি বুঝতে সমস্যা হয় সর্বদা সাহায্য নিতে হবে অথবা নিয়মাবলি দেখতে হবে।
Back