ই-লানিং প্লাটফর্ম

একজন গৃহ পরিচারিকার কর্ম পরিকল্পনা



সমষ্টিবদ্ধভাবে কাজ পরিচালনা করার জন্য প্রত্যেক কাজেরই একটি সুষম পরিকল্পনা থাকা উচিত। যে কোনো কাজই পদ্ধতিগতভাবে পরিচালনা করলে ভালো ও কার্যকর ফলাফল পাওয়া যায়। তাই একজন গৃহ পরিচারিকার গৃহস্থালি কাজ সম্পাদন করার জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকা উচিত। সুশৃংখলভাবে দায়িত্ব সম্পাদন করার নিমিত্তে নিম্নোব্যক্ত নীতিসমূহ অনুসরণ করা যেতে পারেঃ

  • গৃহকর্ত্রীর উপদেশ অনুযায়ী কাজের তালিকা চূড়ান্তকরণ
  • যে সকল কাজ বেশি প্রাধান্য পায় সেগুলোর গুরুত্ব বেশি দিতে হবে। যেমন- অফিস যাত্রী, স্কুল যাত্রী, শিশুদের যত্ন নেয়া ইত্যাদি।
  • একই প্রকৃতির কাজগুলো আলাদা করে গুচ্ছ করা।
  • ভিন্ন ভিন্ন কাজের জন্য সময় নির্ধারণ করা।
  • দায়িত্বশীলভাবে কাজ সম্পাদন করা।
  • কাজের গুরুত্ব অনুযায়ী কর্ম তালিকা পরিবর্তন করা।
  • দৈনিক, সাপ্তাহিক ও মাসিক জরুরি কাজগুলোর ভিন্ন ভিন্ন কর্ম তালিকা তৈরী করা।
  • বিশ্রাম ও অবসরের জন্য সময় বের করা।
  • বিশেষ অনুষ্ঠান যেমন- ভোজ সভার প্রস্তুতি যথা সময়ের পূর্বে সম্পাদন।


দৈনিক কাজসমূহঃ

  • ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষা করা।
  • কক্ষসমূহ পরিস্কার করা।
  • শয়ন কক্ষ, খাওয়ার কক্ষ, বসার কক্ষ সাজানো গোছানো।
  • সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবারের আয়োজন করা।
  • ব্যবহারের জিনিসপত্র পরিস্কার করা।
  • পোশাক-পরিচ্ছদ ধৌত করা।
  • শিশুদের যত্ন।
দিন সকাল দুপুর বিকাল রাত
১ম দিন শোয়ার ঘর ও সবার ঘর
পরিস্কার করা
বিশেষ খাবার রান্না করা   কাপড় ইস্ত্রি করা
২য় দিন রান্না ঘর পরিস্কার করা বাড়ির কাপড় ধৌত করা নতুন হালকা খাবার
তৈরী করা
 
 ৩য় দিন খাবারের ঘর এবং থাকার
ঘর পরিস্কার করা
খাবারের ঘর এবং থাকার
ঘর গোছানো
বাগানের যত্ন নেয়া  
৪র্থ দিন বিছানা পরিস্কার করা অন্যান্য সব গোছানো    
৫ম দিন বারান্দা পরিস্কার করা অন্যান্য জায়গা
পরিস্কার করা
বয়স্কদের বিশেষ
যত্ন নেয়া
কাপড় ইস্ত্রি করা
৬ষ্ঠ দিন স্টোর রুম পরিস্কার করা বাড়ির কাপড় ধৌত করা    
৭ম দিন বাড়ির বাহিরের দিক
পরিস্কার করা
বাগান এবং ঘরের ভিতরের
চারা বা গাছ রক্ষাণাবেক্ষণ করা
সেলাই করা বাড়িতে চিঠি লেখা

এ ছাড়া প্রতিদিন প্রয়োজনীয় খাবার রান্না করা এবং শিশুদের যত্ন নেয়া নিয়মিত কাজের অন্তর্ভূক্ত থাকবে।

Back