আমাদের কথা

বিকেটিটিসি পরিচিতি

পটভূমিঃ

বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি), ঢাকা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও তাদের পোষ্যদের প্রশিক্ষণের জন্য ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়। 

এস .ই.এ.টি.ও এর আর্থিক ও কারিগরি সহায়তায় প্রতিষ্ঠানটি ১৯৬৩ সালে মিরপুর রোড, দারুসসালাম, ঢাকায় স্থানান্তর করা হয় । অবশেষে KOICA এর  আর্থিক ও কারিগরি সহায়তায় ২০০৮ সালে এই টিটিসি পুন:সংস্কার,নতুন যন্ত্রপাতি ইনস্টল এবং বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) হিসেবে নামকরণ করা হয়।

এক নজরে বিকেটিটিসিঃ

১. মোট আয়তন : ১৯.৫ একর
২. ওয়ার্কশপ সমূহ : ২৩ টি
৩. কম্পিউটার ল্যাব : ০৫ টি
৪. ক্লাসরুম : ২০
৫. হোস্টেল (পুরুষ ও মহিলা) : ০২
৬. বাৎসরিক ধারণক্ষমতা (অনুমান ) : ১০,৫০০ এর কাছাকাছি
৭. ক্লোসড সার্কিট ক্যামেরা : ০৮
৮. ওয়াই-ফাই সিস্টেম ক্যাম্পাস : অভ্যন্তরীণ
৯. জরুরী বিদ্যুৎসরবরাহ : ৫০০ কেভিএ জ়েনারেটর
১০. জব প্লেসমেন্ট সেল : ০১
১১. মোট জনশক্তি : ১৫৫ (উপদেশমূলক ৮৯)

বিকেটিটিসি ক্যাম্পাসঃ

বিকেটিটিসি মিরপুর রোড, দারুসসালাম, ঢাকা সংলগ্ন অবস্থিত। বিকেটিটিসি,ঢাকা এর আয়তন ১৯.৫ একর। এখানে  পর্যাপ্ত পরিমানে  সুসজ্জিত শ্রেণীকক্ষ, ল্যাবরেটরিজ / কনফারেন্স হল আছে ।  নান্দনিক সৌন্দর্যময়  পরিবেশে প্রশিক্ষণ, গবেষণা, আলোচনা, প্রতিফলন এবং অন্তর্দর্শন এর সু্যোগ রয়েছে।  বিকেটিটিসি,ঢাকায় রয়েছে একটি সুসজ্জিত গ্রন্থাগার,বিনোদন এবং খেলাধূলার ব্যবস্থা। এছাড়াও ক্যাম্পাসে চিকিৎসার  ব্যবস্থা রয়েছে।প্রশিক্ষণ পরিচালনা, সম্মেলন, সেমিনার ও কর্মশালা আয়োজনের জন্য আধুনিক সুবিধা রয়েছে । উত্তর-পূর্ব কোণে রয়েছে  একটি ক্যাফেটেরিয়া। এখানে জাতীয় ও বিশেষ কর্মসূচি পরিচালনার জন্য ৫০০ আসন বিশিষ্ঠ বড় মিলনায়তন রয়েছে ।

এক নজরে বিকেটিটিসি,ঢাকা এর কোর্স সমূহঃ

  • ০৬ ট্রেডের উপর    ০১ বছরের স্কিল সাটিফিকেট কোর্স 
  • ২৪ ট্রেডের  উপর মডুলার  কোর্স সমুহ
  • ট্রেড পরীক্ষার সুবিধা
  • দরজী তৈরি প্রশিক্ষণ সুবিধা
  • সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) প্রোগ্রাম
  • ইপিএস কোরিয়ার জন্য প্রিলিমিনারী শিক্ষা প্রোগ্রাম
  • কোরিয়ান ভাষা শিক্ষা
  • গৃহরক্ষণাবেক্ষন প্রশিক্ষণ
  • শুশ্রুষাকারী
  • সৌদি আরব ও মালয়েশিয়ার কর্মীদের জন্য ওরিয়েন্টেশন কোর্স

পাঠ্যক্রম, প্রশিক্ষক ও যন্ত্রপাতিঃ

  • পাঠ্যক্রম কোরিয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আপডেট করা হয়
  • প্রশিক্ষকরা KUT/JOCV/JICA/ILO/KOICA থেকে প্রশিক্ষণ নেয়
  • আধুনিক মেশিনারি
  • কম্পিউটারাইজড নিউমেরিক্যাল কন্ট্রোল (CNC) মেশিন
  • ইলেকট্রিক ডিসচার্জের মেশিন (EDM)

অ্যাসেসমেন্ট ও সার্টিফিকেশনঃ

  • জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বি.এম.ই.টি.)
  • বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বি.টি.ই.বি.)