বানীসমূহ
মোঃ শহীদুল আলম এনডিসি
মহাপরিচালক (অতিরিক্ত সচিব), জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো

মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে বর্তমানে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে কর্মরত। ১১শ বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে ১৯৯৩ সালে কর্মজীবন শুরু করে তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, সিলেট জেলার অতিরক্তি জেলা প্রশাসক, বরিশালের জেলা প্রশাসক এবং যুগ্ম সচিব হিসেবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এছাড়াও ২০১৮ সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন। প্রশাসন ক্যাডারে দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে তিনি গভীরভাবে সমাজ বাস্তবতা দেখেছেন এবং গণমুখী প্রশাসন ব্যবস্থাকে জনপ্রিয় করতে প্রয়াসী হয়েছেন।
তিনি ‘সিটিজেনস বেল’-এর উদ্ভাবক, মন্ত্রণালয়ের থিম সং ও প্রতিপাদ্য ¯স্লোগান- মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান এর রচিয়তা ও আবৃত্তিকার। কর্মজীবনে সৃজনশীলতাকে তিনি গুরুত্ব দিয়ে চর্চা করেন এবং সাহিত্য রচনায় বিশেষভাবে নিবেদিত। এর আগে তার ২টি প্রবন্ধ, ৩টি কাব্য, ১টি গীতিকাব্য ও ১টি অনুকাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। কবির জন্মভূমি যশোর জেলায়।